ফাইনালের ইংলিশ পরীক্ষায় ধোনিরা ফ্রন্টফুটে

ফাইনালের ইংলিশ পরীক্ষায় ধোনিরা ফ্রন্টফুটে

ফাইনালের ইংলিশ পরীক্ষায় ধোনিরা ফ্রন্টফুটেরবিবার নিজের মুকুটে আরও একটা পালক যোগ করার সুযোগ মহেন্দ্র সিং ধোনির। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ জয়ের পর বিশ্ব ক্রিকেটের আরও একটা বড় খেতাব জয়ের সামনে ধোনি। রবিবার এজবাস্টনে ইংল্যান্ডকে হারাতে পারলে অপরাজিত চ্যাম্পিয়ন হবে ভারত। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর দ্বিতীয়বার মিনি বিশ্বকাপ জয়ের সুযোগ ভারতের সামনে। ২০০২ অবশ্য সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে খেলা ভারত-আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। কারণ সেই ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। সেই হিসাবে দেখলে এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব একাহাতে নেওয়ার সুযোগ পাচ্ছেন কোনও ভারতীয় অধিনায়ক। আর হ্যাঁ এই প্রথম কোনও আইসিসির বড় প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

অ্যালিস্টার কুকের দলের বিরুদ্ধে ধোনিরা ফেভারিট হিসাবেই নামছেন। চলতি টুর্নামেন্টে ভারতীয়রা একেবারে পিকচার পারফ্যাক্ট ক্রিকেট খেলেছেন। শিখর ধাওয়ান-রোহিত শর্মার ওপেনিং কম্বিনেশন তো একেবারে সোনা ফলিয়েছে। পেস বোলিংয়েও ভুবনেশ্বর কুমার-ইশান্ত শর্মা সবুজ বিপ্লব এনেছেন। জাদেজা আবার সবাইকে ভুল প্রমাণ করে ম্যাচ উইনার হয়ে উঠেছেন। তবে এসব কারণগুলোর চেয়েও সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে একটা ফ্যাক্টর। তা হল অধিনায়ক ধোনি। আইপিএলের এতবড় কেলেঙ্কারির চাপ দলের ওপর পরতে দেননি। মাঠে ভারতীয়দের শরীরীভাষায় একেবারে অন্যরকম দেখিয়েছে। ফিল্ডিং, রান বিটুইন দ্য উইকেটসও একেবারে চমকপ্রদ হয়েছে। তবে ক্রিকেট বড় নিষ্ঠুর। রাজাকে ফকির বানাতে লাগে মাত্র কয়েকটা বল। ইংল্যান্ডের সুইং পিচে অ্যান্ডারসন, ফিন, ব্রডরা মারাত্মক কিছু করে শুরুর উইকটগুলো তুলে নিলে কে বলতে পারে.... তবে ভারতীয়রা এসব ভাবছেন না। শ্রীসন্থরা ঘুঁস নিয়ে জেল খেটে দেশের ক্রিকেটের যে ক্ষতিটা করেছেন, রবিবার ধোনিদের দায়িত্ব সেখানেই... ক্ষতিপূরণ কাপ জিতে, ক্ষতিপূরণ ম্যাচ জিতে।

First Published: Saturday, June 22, 2013, 20:09


comments powered by Disqus