ফোঁস করতে ভুলে গেছি?
পাশে থাকার অঙ্গীকারেই আমাদের আত্মসন্তুষ্টি। নেই কাঁধে কাঁধ দিয়ে লড়াইয়ের ক্ষমতা। আমরা স্বান্তনা দিতে পারি। বিপদে ঝাঁপিয়ে পড়তে পারি না।
পাশে থাকার অঙ্গীকারেই আমাদের আত্মসন্তুষ্টি। নেই কাঁধে কাঁধ দিয়ে লড়াইয়ের ক্ষমতা। আমরা স্বান্তনা দিতে পারি। বিপদে ঝাঁপিয়ে পড়তে পারি না।
আমরা অন্যের ঘর পুড়তে দেখি। নিজের ঘর না পুড়লে ক্ষোভ দেখাই না। আমরা এমনটাই। আমরা পশ্চিমবঙ্গের গর্বিত বাঙালি। আমাদের কবিতা আছে, গান আছে,মিছিল আছে,আছে রাজনীতির কচকচি। আমাদের সব আছে। নেই শুধু একটা ইস্পাত মেরুদণ্ড।
যে মেরুদণ্ড অন্যায়ের সাথে আপোস শেখেনি। যে মেরুদণ্ড স্পষ্টভাষি। যে মেরুদণ্ড অর্থে বিকোনো নয়। যে মেরুদণ্ডে এখনও প্রেম, প্রীতির আলোড়ন আছে। আছে নতুন সূর্যের স্বপ্ন। নতুন মুক্তির স্বপ্ন।
এখানে রাজনীতিতে ব্রিগেড ভরে। রাস্তা ভরে কোনও না কোনও রাজনৈতিক রঙের পতাকায়। কিন্তু এমনি... শুধু আবেগ, ইতিহাস,আন্দোলন,আত্মত্যাগের স্মরণে কেন মুষ্টিবদ্ধ হয় না আমাদের হাত। কেন সবার আগে প্রশ্ন আসে তুমি কোন দলে? কেন প্রতিবাদ পথ হারায় রাজনৈতিক পরিচয়ের অভাবে?
কেন? কেন?কেন? এই একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে মগজে। বিদ্ধ করছে হৃদয়। এই প্রশ্নের জন্ম দিচ্ছে শাহবাগ। প্রশ্নের উত্তরও বোধয় ওখানেই লুকিয়ে আছে।
আমরা কী বড় বেশি রাজনীতিময়?